২০২৩-২৪ অর্থ বছরে নতুন অন্তর্ভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের ৩ কিস্তির টাকা সহ চলমান ১৭০০১ জন ভাতাভোগীদের জানুয়ারি-মার্চ'২৪ খ্রি: মাসের টাকা নগদের মাধ্যমে পবিত্র ইদ উল ফিতর এর পূর্বে প্রদান করার জন্য পেরোল ইতোমধ্যে প্রেরিত হয়েছে। অধিদফতর এবং বাংলাদেশ ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম শেষে অতি শীগ্রই ভাতাভোগীদের স্ব স্ব নগদ হিসাব নম্বরে ভাতার টাকা যাবে। বরাবরের মতো কিছু ডিজিটাল প্রতারক নতুন ও পুরাতন ভাতাভোগীদের মোবাইলে মেসেজ/ওটিপি পাঠিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওটিপি কালেক্ট করছে যাতে ভাতার টাকা ছাড়ার সাথে সাথে প্রতারকদের মোবাইলে চলে যায়। এ বিষয়ে গত তিন বছরে বহুবার সভা, সেমিনার, মাইকিং, মসজিদের মাইকে ঘোষণা ও ফেসবুকে প্রচার করা হয়েছে। এত প্রচার সত্বেও এবারও ডিজিটাল প্রতারকেরা মোবাইলে কোড পাঠিয়ে বিশেষ করে নতুন ভাতাভোগীদের ওটিপি নিয়ে যাচ্ছে বলে লাকসাম পৌরসভা ও লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়নের কয়েকজন নতুন ভাতাভোগী সমাজসেবা কার্যালয় কে অবহিত করেছে। প্রতারকেরা ইন্টারনেট বেজড নাম্বার দিয়ে ফোন দেয়ায় তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না। এক্ষেত্রে একটাই উপায়: ভাতাভোগীদের সচেতনতা এবং সচেতনতা.....
সমাজসেবা কার্যালয় থেকে ফোন দিয়ে কেউ পিন/ওটিপি চায়নি বা চাইবেনা। কেউ ফোন দিয়ে ওটিপি চাইলেই প্রতারক বুঝে নিতে হবে। ভাতা বিষয়ক যেকোন জিজ্ঞাসায় এ পেজের মেসেঞ্জারে লিখতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস