Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোবিন্দপুর ইউনিয়নের ইতিহাস

 

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম লাকসাম উপজেলার অধীনে বর্তমান মোহাম্মদপুর

গ্রামে গোবিন্দপুর ইউনিয়নের কার্যালয় গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত।

১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।

 

১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে

জনাব এ,কে,এম শাহাব উদ্দিন, জনাব আরিফুর রহমান, জনাব এ,কে,এম শাহাব উদ্দিন,

জনাব মাষ্টার রুহুল আমিন, জনাব তাজুল ইসলাম, জনাব আবদুল মান্নান (মনু) ইউনিয়ন

পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন জনাব, মোঃ মোবারক হোসেন (ভূঁইয়া)

তিনি হলেন বর্তমান চেয়ারম্যান।

বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ।

 

গোবিন্দপুর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে গোবিন্দপুর ইউনিয়ন এর অধিকাংশ ছিল হিন্দুদের

আধিপত্য। রাধারমন গোবিন্দ ও আশু গোবিন্দ ছিলেন গোবিন্দপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম

তারাই প্রথম গোবিন্দপুর গ্রামের নামের প্রস্তাবকারী ছিলেন। তাদের এই প্রস্তাবের কারণে গ্রামটির নাম করণ করা হয়।

 

তবে ঐ সময়ে নৌকাই ছিল গোবিন্দপুর ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।

 

তথ্যসূত্র ও সংগ্রহকারীঃ উদ্যোক্তা, মোঃ সাফায়েত হোনসন (ভূঁইয়া)